অনেক হয়েছে খেলা, আর কোনো লিজা নয়;
প্রতিদিন করে যাওয়া এতো এতো অভিনয়।
ক্লান্তি এসেছে ঢের মনের শরীরে আজ;
দিনরাত ঘেঁটে ঘেঁটে নারীর দেহের ভাঁজ।


পার করে দেওয়া মিছে এতোটা সময়;
তুচ্ছ আবেগ নিয়ে জীবনের এতো ক্ষয়।
হোক না সে মোনালিসা, দিশা, তিশা, মিতা,পরী;
থাকে নাতো পাশে, শুধু স্বপনেরই সহচরী।


হঠাৎই উদয় হয়ে হঠাৎই হারিয়ে যায়;
শুধু শুধু পথ চেয়ে বসে থাকা নিরালায়।
জীবনের ক্ষয়, তবু আবেগে করেছি ভর;
অচেনাকে কাছে টেনে আপন করেছি পর।


রচনাকাল: ঢাকা, ২৫ মে ২০১৯