দেশের উন্নয়নে ভূমিকাটা রাখা চাই।
সবচেয়ে বড় কাজ আয়কর দেওয়াটাই।
বড় বাড়ি, দামি গাড়ি-আয়কর দেন না।-
ওই সব লোকদেরে করে যাও ঘেন্না।
রাস্তায় দেখা হলে আঁড়চোখে তাকাবে।
কটু কথা বলে যদি আঙুল বাঁকাবে।
সরকারি লোকজন খুঁজে তাকে পায় না।
চোখ-কান খোলা রেখে ঘরে ঘরে যায় না।
শুধু বলে, 'সরি সরি,এইবার ধরবো।
বকেয়া-ফাইনসহ কর আদায় করবো।'
দিনশেষে বলে নাতো কী আদায় হয়েছে !
জনতাকে জানানোর কোনো দায় রয়েছে?
যেনতেন লোক নন-সরকারি আমলা।
বেশি কিছু বল' যদি ঠুকে দেবে মামলা!
কর-ফাঁকি দেওয়া যতো বড়লোক-ভূঁইফোড়;
আর তার সহযোগী সরকারি ঘুষখোর।-
সবাইকে কর' ঘৃণা সাদা মনে, জনগণ।
কিছুটা হলেও তারা হতে পারে সচেতন।


রচনাকাল: ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০১৮