নির্বোধের বোধও ভালো দুষ্ট বোধের চেয়ে;
দুর্বোধ্যতার চাইতে ভালো সরল প্রকাশ।
যে ঝড় শান্তি আনে একটু পরেই;
বিরল সে ঝড় যেনো আসে এ জীবনে।
তোমাকে দেখার মতো না থাক্ আলোক;
বিশ্বাস থাক্ আমার চোখের তারায়।
যুক্তি দিয়ে আমি আর খুঁজি না তোমায়;
আবেগের প্লাবনে ভেসে মরে যেতে চাই।


রচনাকাল: ঢাকা, ৩১ অক্টোবর ২০১৯