আকাশ কালো মেঘে ছেয়ে যায়।
বিদ্যুৎ চমকায়।
ঝড় উঠে।
অঝোরে বৃষ্টি নামে।


ঝড় থেমে যায়।
বৃষ্টিও থেমে যায়।


গাছ হেলে পড়ে।
শিকড় ছিড়ে যায়।
ফসল পড়ে থাকে জমিনে।
আগের মতোন থাকে না কিছুই।


রচনাকাল: ঢাকা, ১২ জানুয়ারি ২০২০