হে কবি, অনন্তের যাত্রাপথে একান্তই একা তুমি।
নিমেষে হারিয়ে যাবে তোমার দৃষ্টি হতে প্রিয় ভূমি।
চেনাজানা লোকজন, আত্মার আত্মীয়, সহপাঠি,
দেখতে পাবে না আর। মৃত্যুশয্যা সাদা পরিপাটি,
বিছায়ে শোয়াবে সবাই তাতে তোমার মৃতদেহখানি।
কেউ বা আতর সুবাস দেবে, কেউ পুষ্পমাল্য আনি
রেখে দেবে তোমার নিথর শরীরের উপরে সযতনে।
দুফোটা অশ্রু হয়তোবা দেখা যাবে কারো দুনয়নে।
যাদের জন্যে আঁধারেও জ্বালাতে চেয়েছো আলো,
দিয়ে গেছো বুকভরা প্রেম, যাদেরে বেসেছো ভালো,
অল্প কদিন বাদেই ভুলে যাবে সব শোক-তাপ-ব্যথা।
নিজেই দেখেছো তুমি জীবনের এই চরম নির্মমতা।
কাজেই কী লাভ ভেবে, পাও নাই কার ভালোবাসা!
যতোদিন বেঁচে আছো দূরে রাখো সব দুঃখ-হতাশা।
মানুষেরই কল্যাণে যতোটুকু পারো করে যাও তুমি;
পৃথিবী এগিয়ে যাবে, রেখে যাও অগ্রসর জন্মভূমি।


রচনাকাল: ঢাকা, ২৭ জানুয়ারি ২০১৯