আগুন নিয়ে খেল', বাহে, আগুন নিয়ে খেল';
মেঘলা আকাশ দেখেই বুঝি আগুনপাখা মেল'!
ঈশান কোণে মেঘ দুলিয়ে ভয় দেখাবে, ভুতু;
মানুষ জনের দেখা পেলেই দেবে কাতুকুতু?


আগুন নিয়ে খেলা, সেতো অতো সহজ নয়;
সময় থাকতে পালিয়ে যাও থাকলে মনে ভয়।
আমার চেয়ে পাকা তো নও, কাঁচা খেলোয়াড়;
আগুন নিয়েই খেলি, আমার আগুনের কারবার।


রচনাকাল: ঢাকা, ৪ এপ্রিল ২০২১