আগুন লেগেছে অনেক দূরের বনে;
আমি পুড়ে মরি সেই দূর হুতাশনে।
বনের বাঘেরা পুড়ে পুড়ে হলো ছাই;
মনের বাঘের তেজ তবুওতো কমে নাই।


আমাকে জ্বালায়, পুড়ায়ে পুড়ায়ে মারে;
সবার অলখে নীরবে সে চুপিসারে।
কতো দিন আর কতো কতো রাত ধরে;
দাউদাউ করে জ্বলবে মনেরই ঘরে!


দূর থেকে দূরে, যতো দূরে যেতে চাই;
আমার সমুখে দাঁড়ায় এসে সহসাই।
পাহাড় চূড়ায় কিংবা নদীর বাঁকে;
অগ্নিবৃত্ত চারদিকে ঘিরে রাখে।


বড় নির্মম সেই আগুনের শিখা;
পলকে পলকে দেখি মৃত্যুর বিভীষিকা।
মন ছেড়ে এসো, শরীরে আগুন জ্বালো;
মৃত্যুও এই জীবনের চেয়ে ভালো।


রচনাকাল: ঢাকা, ২৪ জুলাই ২০২১।