আমার বুকে মুখটি রেখে ঘুমিয়ে থাকো, সোনা;
মনের মানুষ স্বপ্নে এসে করুক আনাগোনা।
আমি জানি, আমিই তো সেই স্বপ্নপুরুষ হবো;
অকপটে মনের কথা দুহাত ছুঁয়ে ক'বো।


যে কথাটি হয়নি বলা বসেও মুখোমুখি;
স্বপ্নে বলে সেই কথাটি হবো ভীষণ সুখী।
বলবে তুমি,'এমন কথা কয় কখনো কেউ?'
উথলে উঠে তোমার বুকে ছুটবে খুশীর ঢেউ।


ভালোবাসার মানুষটিকে বাসবে ভালো আরো;
বলবো আমি,' লক্ষ্মী সোনা, তুমিই কেবল পারো।'
আমরা দুজন যোজন যোজন পথ যে দেবো পাড়ি;
ভালোবাসায় গড়বো সুখের আকাশ ছোঁয়া বাড়ি।


রচনাকাল: ঢাকা, ২৩ আগস্ট ২০২০