অলকানন্দা ফুলে ভরে আছে তোমার বাড়ির কার্নিশ;
অন্দরমহলেও তার প্রভাব।
হলুদে হলুদে সেজেছো তুমি;
খোঁপায় অলকানন্দা, বাহুতে, গলায়, কোথায় নেই!


নেই শুধু হলদিয়া পাখি;
খাঁচা ছেড়ে চলে গেছে তোমার ধরাছোঁয়ার বাইরে।
ফিরবে না কখনো।
ভালোবাসা অবহেলা সহ্য করতে পারে না।


রচনাকাল: ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০১৯