পাশের বাড়িতে সারাদিন ছিলে, এলে না আমার ঘরে।
তুমি তো থাকো সর্বদা তোমারই মতো।
কী করে বুঝাবো আমার যন্ত্রণা কতো!
যতোটা কষ্ট অন্তরে থাকে, তার অল্পই কান্না হয়ে ঝরে;
সেটিও তো আবার তোমার অগোচরে।
কি করে যে গেলে এতোটা দূরে সরে!
আমার কথা কি ভুলেও তোমার একটিবার মনে পড়ে?


রচনাকাল: ঢাকা, ০৫ ফেব্রুয়ারি ২০১৯