আমার কঙ্কালও
- শফিকুল ইসলাম বাদল


ক্ষুধাপীড়িত শেষ ডাইনোসরটির কঙ্কাল;
ভবিষ্যতের মানুষের গবেষণায় রেখে গেছে অবদান।
খাদ্যের অভাবে তার মৃত্যু হয়েছিলো;
বিরূপ পরিবেশে যথেষ্ট তৃণলতা জন্মেনি সেবার।


আমিও চলে যাবো,
তবে খাদ্যের অভাবে নয়;
যথেষ্ট খাবার রয়েছে এখনো।
কর্মস্পৃহাও হয়নি শেষ;
অফুরন্ত সৃজনশীল মানুষের ভীড়ে আমিও একজন।


তবুও শেষ পরিচয় হবে;
'করোনা'য় আক্রান্ত হয়ে মৃত এক হতভাগ্য মানুষ হিসেবে।
শ্বাসপ্রশ্বাস নিতে না পেরে ধুকে ধুকে মরে যাওয়া একজন অসহায় মানুষ;
যার শবযাত্রায় থাকতে পারেনি কোনো আপনজন, আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব।


পৃথিবীর শ্রেষ্ঠ প্রজাতি 'হোমো সেপিয়েন্স'এর একজন;
বীরভোগ্যা বসুন্ধরায় ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবকণা 'করোনা'র কাছে পরাস্ত।


ভবিষ্যতের অন্য কোনো প্রাণীর গবেষণায়,
আমার কঙ্কালও হয়তো রাখবে অবদান।


রচনাকাল: ঢাকা, ২১ মে ২০২০