আমার লেখায় কষ্ট ঝরে;
যেমন করে বৃষ্টি পড়ে
মেঘে ঢাকা মধ্য রাতে।
আমি জানি, আমিই জানি,
উদাস চোখের দৃষ্টিখানি
বিজলী হয়েই থাকে সাথে।


তোমার হাসির ঝর্ণাধারা
আমার হৃদয় পাগলপারা,
ভেসে আসে গানের সুরে।
আমার লেখায় ছন্দ তোলে;
বৃষ্টিঝরা রাত্রি ভুলে,
সুখের পরশ বুলায় ভোরে।


তুমি আছো আমার বুকে;
আমার দুখে, আমার সুখে,
উৎসারিত হৃদয় হতে।
কবিতা আর গানের বানী
থাকবে মিশে, জানিই জানি,
নদীর জলে,সাগর স্রোতে।


রচনাকাল: ঢাকা, ১৬ মার্চ ২০১৯