আমার নায়িকারা নানা রকমের; কৃষ্ণবর্ণা কেউ, কেউবা রূপসী।
কেউ কাব্য লিখে, কেউ ঘর সামলায়।
কেউ সারাদিন থাকে অফিস পাড়ায়।
আমার প্রতি কার ভালোবাসা বেশি, আমি বসে সে হিসেব কষি।


গল্পের কাঠামোর মতো নয় চিত্রকল্প কবিতার, তবু লিখতে বসি।
নায়িকাদের সাথে নিত্যই পরিচয় হয়।
আমার প্রেম-ভালোবাসাও শর্তহীন নয়।
সমান গুরুত্ব পায় না সবাই, কেউ তারা, নক্ষত্র কেউ, কেউ শশী।


রচনাকাল: ঢাকা, ১৪ ডিসেম্বর ২০১৮