আমার অনন্ত প্রেম উড়ে গেছে তোমার নক্ষত্রের দেশে,
মেঘের আদর খেতে খেতে, ভেসে ভেসে
চৈত্রসংক্রান্তির রাতে;
নিয়ে গেছে সাথে
আমার হৃদয়খানি।
জানি,
চেয়ে দেখবার তোমার হবে না সময়।
নক্ষত্রের আলোয় হয়ে আছে বাঙময়
তোমার আকাশ;
অন্য কোনো বীর্যবান পুরুষের হয়তোবা সেইখানে বাস।


সঙ্গমসুখ ছাড়া আর কিছুই কখনো খুঁজোনি,
ভালোবাসা কাকে বলে বুঝোনি,
মুখরা রমনী।
আমার ব্যাকুল হৃদয়ের কামনার ধ্বনি-প্রতিধ্বনি
তোমার অন্তরের গভীরে পৌঁছুবে না জানি।
রানী,
তবুও আজ চৈত্রের শেষ দিনে, দিনশেষে রাতে
ময়ূরের পেখমের সাথে
পাঠিয়ে দিলাম আমার প্রেমের নুপুর;
আর, বৈশাখের আগমনে পূর্বরাগে অনুরাগে সঙ্গীতের সুর।


রচনাকাল: ঢাকা, ১২ এপ্রিল ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা-১২০৭।