আমার অনেক দেবার ইচ্ছে ছিলো;
নীল আকাশের অপার স্বাধীনতা।
উড়তে তুমি হাওয়ায় হাওয়ায় ভেসে;
পেঁজা তুলোর মতোন সাদা মেঘে।
তারার মতোন উঠতে জেগে রাতে;
দেখতে ছুঁয়ে নীল পরীদের ডানা।
আমার বুকে আসতে নেমে ধীরে;
শিশির ভেজা শিউলি ফুলের মতো।
ভালোবাসার একটি আপন ঘরে,
থাকতে তুুমি আমায় নিয়ে সুখে।


কিংবা ধরো, নদীর মতোই তুমি
ঢেউ তুলে ওই আষাঢ় শ্রাবণ মাসে,
বৃষ্টিভেজা, আসতে আমার বুকে।
শেষ বিকেলের সোনার রঙের রোদে
উঠতে তুমি খিলখিলিয়ে হেসে;
মুক্তো হয়ে ঝরতে আমার চোখে।
শরতকালের কাশের ফুলের মতো
তোমার ও মন উঠতো যখন দুলে;
সুখের নাগাল পেতাম তখন আমি,
ভালোবাসায় ভরিয়ে দিতাম ঠিকই।


শীতের রাতে লেপের নরম ওমে,
কাছে নিতাম থাকতে যখন ঘুমে।
স্বপ্ন হয়ে তোমার চোখের কোণে
আলতো ছোঁয়ায় উড়তো প্রজাপতি।
ফুলের বাগান হয়ে যেতে তুমি;
তোমার বুকের গন্ধ সুবাস নিতাম।
গঙ্গাফড়িং কিংবা ফিঙে পাখি,
কিংবা ধরো অন্য কিছু হতাম;
ফাগুন এলে কৃষ্ণচূড়ার ডালে
হারিয়ে যেতাম তোমায় নিয়ে সাথে।


রচনাকাল: ঢাকা, ২৬ অক্টোবর ২০১৯