আমারে চিন্না রাহো, বুইচ্ছোনি দামড়া?
বেশি কথা কইলেই খুলে নিমু চামড়া।
আমার এই চাকরিডা নিয়া দিছে বড় মামু;
কহন অফিসে যামু-তোমারে কি কইয়া যামু?


আমার আম্মু আছে, বোন, ভাইবেরাদর;
বড় আফা ভালোবাসে, চুমা দেয়, কী আদর!
তুমি তো জানো না, তাই করতাছো তাফালং;
মাইয়াগরে বলি যদি ছাড়াবে হাঁটুর জং।


চাকু আর চাপাতির প্রয়োজন নাইক্যা;
বালিশের নীচে রাখি পিস্তল ঢাইক্যা।
গালি যদি দেই, তোর মায়ে যাবে মইরা;
এহনো সময় আছে, থাক্ দূরে সইরা।


রচনাকাল: ঢাকা, ২৭ জুলাই ২০২১।