নিঃশর্ত আত্মসমর্পণে কাফেলায় যোগ দিয়েছি,
আজীবন পাপে আকন্ঠ ডুবে থাকা এক পরাজিত সৈনিক।
এই পৃথিবীর রূপ,রস, সৌন্দর্য করেছি উপভোগ;
বিলিয়ে দিয়েছি স্বপ্ন, ভালোবাসা, প্রেম, দ্রোহ মানুষের জন্যে।
সংসারে ঢেলেছি মমতার বারিধারা।
সমাজ, স্বদেশ, জাতি কিংবা মানবসভ্যতার বিনির্মাণে হয়তো রেখেছি অবদান।
ফুলের গন্ধ নিয়েছি, ভালো তো বেসেছি কাউকে না কাউকে, কোনো মানবীকে।
দেশে বিদেশে করেছি ভ্রমণ, অভিজ্ঞতা করেছি সঞ্চয় নানান বিষয়ে।


তোমাকে ডাকিনি প্রভু, তোমার সৃষ্টি হয়েও।
তোমার আলোর ভুবনে চলার পাথেয় করিনি অর্জন।
তোমার কাছেই ফিরে যেতে হবে, এই সত্য কখনো ঢুকেনি মনের গভীরে।
আত্মঅহংকারে কখনো কখনো বিশাল হৃদয়ের মানুষ ভেবেছি নিজেকে।
আজ এ বার্ধক্যে উপনীত রোগ শোক জরাগ্রস্ত দেহের ভার আর আমার মনের বিপর্যয়, আমাকে টেনে নিয়েছে নতুন উপলব্ধির দ্বারে।
'আমি হাজির, আমি হাজির' বলতে বলতে আমি ঠিকই পৌঁছে যাবো আরাফাতের ময়দানে।
শুধু তোমার অনুকম্পা চাই, হে আল্লাহ, এতোটুকু দয়া করো।
আমার এ আত্মসমর্পণ গ্রহণ করো পরম মমতায়,
সহজ করে দাও কাফেলায় পথচলা।
আমিন, সুম্মা আমিন।


রচনা: ঢাকা, ৯ জুলাই ২০১৯