আমি কি বেহায়া হবো!
পড়ে রবো
তোমার ঘরের দুয়ারে দিনরাত।
প্রাণপাত
করে দিবো জনমের মতো।
শত শত
লোক জড়ো হবে;
আমাকে নানা কথা কবে।
লজ্জা পাবে না তুমি!
আমার এই মনোভূমি
শুধুই তোমার ফুলের বাগান হতে চায়;
আজ আমি বড়ো নিরুপায়।


এসো নিরুপমা;
ভুল হলে করো ক্ষমা।
নাহয় শাস্তি দিও একা নিরালায়;
সবার সম্মুখে হেয় করো না আমায়।
ঘরের দরজা খুলে বের হয়ে এসো;
একটু হেসো, ভালোবেসো।


রচনাকাল: ঢাকা, ৩১ জুলাই ২০২১।