আমি মুক্তির কথা বলি,
তুমি শক্তির কথা বলো।
আমি শান্তির পথে চলি,
তুমি যুদ্ধের পথে চলো।
তুমি কেড়ে নাও অধিকার,
আমি স্বাধিকার ফিরে চাই।
আমি স্বাধীনতা চাই কেনো?
তুমি শৃঙ্খলে বাঁধো তাই।
তুমি যুদ্ধ চাপিয়ে দাও,
আমি বারুদের মতো জ্বলি।
তুমি মানুষের প্রাণ নাও,
আমি নির্ভয়ে পথ চলি।
তুমি মৃত্যুর বিভীষিকা,
আমি জীবনের উচ্ছাস।
তুমি পরাজিত সৈনিক,
আমি বিজয়ের উল্লাস।
তুমি ভেঙ্গে করো চুরমার,
আমি গড়ার স্বপ্ন দেখি।
তুমি ইতিহাস ভুলে যাও,
আমি নতুন ইতিহাস লেখি।


রচনাকাল: ১২ ডিসেম্বর ২০১৮