আমি কিগো সেই বোকা মৌমাছি তোমার শুকনো ফুলের ডালে?
আমি কিগো সেই দক্ষিণা হাওয়া তোমার নাওয়ের ছিন্ন পালে?
আমি কিগো সেই রাগ বেহাগ তোমার বাঁশীর বেহাল সুরে?
আমি কিগো সেই হারানো জোছনা রাত্রি শেষে উদাস ভোরে?
তোমার মনের মুকুরে লুকানো কষ্টের মাঝে আমার ছবি?
তোমার রচিত কবিতা কি আমি দুখের সাগরে ভাসানো, কবি?


আমি তো নেচেছি তোমারই ছন্দে তোমার পায়ের পায়েলে-নুপুরে।
আমি তো দুলেছি পদ্মপাতার পানির মতোই তপ্ত দুপুরে।
তোমার অন্ধ চোখে মণি হতে আমি যে এসেছি, পদ্মলোচন।
তোমার সকল ব্যথা আমি নেবো, তোমার দুঃখ করবো মোচন।
একবার শুধু বুকে তুলে নাও, অধিকার দাও কাছে আসবার।
তোমার জীবনে, তোমার মরণে দাও তো সুযোগ ভালোবাসবার।


রচনাকাল: ঢাকা,২৮ মার্চ ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা-১২০৭।