আমজনতা আমের আঁটি, আসল খাঁটি সিন্ডিকেট;
রসুন বুনে সবুর করো, ভরা মাঘে ভরবে পেট।
এখন নাহয় আঙুল চুষে আঙুর ফলের চাষ কর';
শিয়াল মামা বেজায় খুশি, ধোপদুরস্ত জড়সড়।


পরের ধনে তেল, চকচক করবেই টাক  পোদ্দারের;
কচকচা নোট হবেই হবে মজুদদার আর জোতদারের।
পাবলিক ভাই ঘরজামাই, বলার কিছু নেই যে তার;
কামাই করেই পেটেভাতে চলতে হবে, নেই তো ছাড়।


রচনাকাল: ঢাকা, ০৭ নভেম্বর ২০২১।