সমুদ্রে সূর্যডোবা দেখবে বলে, মানুষ কেমন দেখ,
ছুটেছে সমুদ্রের সৈকতের পানে।
অথচ নিজেই হারিয়ে যাচ্ছে সময়ের স্রোতে, সেকেন্ড মিনিট ঘন্টা ধরে।


আমাদের প্রেম গেছে মুছে;
ভালোবাসা স্থির হয়ে আছে আকাশে উঁকি দেওয়া শেষ ফাল্গুনের চাঁদে।
অথচ মানুষ ভাবে তোমার আমার মিলন হবে
পয়লা বৈশাখে, নতুন বছরের প্রথম দিনে।


বাড়ি বাড়ি নবান্নের উৎসব হবে।
কতো রকমের পিঠা মুড়ি মুরকি বানাবে নতুন বধুরা;
স্বামীকে খাওয়াবে।
রাতভর গল্প হবে, নিজেদের গল্প, অন্যদেরও।
আমরাই থাকবো না কেবল সেই পূর্ণিমাসী রাতে।


রচনাকাল: ঢাকা, ১৩ নভেম্বর ২০১৯।