আজ অমৃতে অরুচি?
বাছবিচার করোনি কখনো সুচি কি অসুচি;
গিলে গেছো গোগ্রাসে যা পেয়েছো তাই।
সহসাই
কি করে বদলাবে জিহ্বার স্বাদ?
আমাকেই দিচ্ছো অপবাদ!
রাস্তায় মুখঢাকা বারবণিতারে
নিয়েছেো বুকে তুলে রাত্রে অভিসারে।
সিনেমার অভিনেত্রী থেকে শুরু করে
ধাঙড় রমণী, কাকে আনো নাই ঘরে?
তাল তাল মাংস কিনেছো কখনো কম দামে,
কখনোবা বেশি অর্থ দিয়ে। পরিণামে
হারিয়ে ফেলেছো মুল্যবোধ।
কি করে করবে পরিশোধ
ভালোবাসার বিনিময়?
তোমাদের এরকমই হয়।


যুগ যুগ ধরে মুর্খরা ভালোবেসে গেছে।
সবটুকু দিয়ে নিঃশেষে, শেষে অশ্রুতে ভেসেছে।
ভেবেছে,' যাকে ভালোবাসি,
তার ভালো-মন্দ, কান্না-হাসি
সবটুকু নিয়ে হৃদয়ে দিয়েছি ঠাঁই।'
আর সবকিছু পেয়ে তোমার মতোন হৃদয়হীনেরা তাই
খেলেছো পুতুলখেলা অহরহ।
কি করে বুঝবে তুমি প্রেম কাকে বলে কিংবা বিরহ?
ভালোবাসা অনুভূতি দিয়ে বুঝে নিতে হয়।
তিলে তিলে ক্ষয়ে যায় প্রেমিক হৃদয়।
বুঝবে না তুমি কোনোদিন;
আগেরই মতো রয়ে যাবে উদাসীন।
ভাবটা এমোন, আমার কোনোই দাম নাই যেনো।
তুমি তো হৃদয় নয়, টাকা দিয়ে নরম মাংস কেনো।


রচনাকাল: ঢাকা, ২৮ নভেম্বর ২০১৮