আনন্দ আজ এসেছে যে ঘরে,আনন্দ ভুবন থেকে!
আমি দিনে রাতে পথে পথে ঘুরে ফিরেছি তারেই ডেকে।
অলখে সে তো ছিলোই আমার হৃদয়ের মাঝখানে;
চিনতে পারিনি, পথেই হেঁটেছি শুধু শুধু তারই টানে।
নদীতে খুঁজেছি, গিরিতে খুঁজেছি, খুঁজেছি আকাশপথে;
সাগরে খুঁজেছি, মরুতে খুঁজেছি, খুঁজেছি বিজয়রথে।
সবুজে খুঁজেছি, রক্তিম লালে, খুঁজেছি কমলা রঙে;
নৃত্যে খুঁজেছি, সঙ্গীতে, তোমার চলার নানান ঢঙে।
যখনই দু'হাত বাড়িয়ে দিয়েছো আমার হাতের পানে;
আনন্দ এসে কথা কয়ে গেছে আমার দু' কানে কানে।
তুমি তো আমার হৃদয়েই থাকো, কল্পলোকেই বাস;
সমুখে দাঁড়ালে তবু জাগে বুকে আনন্দের উল্লাস।


রচনাকাল: ঢাকা, ২৩ এপ্রিল ২০১৯