ছন্দ থেকে অনেক দূরে বন্ধ ঘরেই রই;
দ্বন্দ্ব ছেড়ে অন্ধ সেজে একলা থাকি, সই।
সই রে এখন কই রে কথা নিজের সাথে নিজে;
দই ছাড়া আজ খই খেয়ে যাই, চোখের জলে ভিজে।


সিন্ধু থেকে বিন্দু হয়ে নদী যে খাল হলো;
নিন্দুকেরা ইন্দুবালার শত্রু হয়েই রলো।
ভুল করে সই ফুল তুলে যে কাঁটার ঘায়ে জ্বলি;
কুল হারিয়ে কূল ছাড়িয়ে আন্ধা পথেই চলি।


রচনাকাল: ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২০