আপনি থেকে তুমি হতে বললে যেদিন যেচে।
মনে হলো মুক্তো পেলাম অথই সাগর সেচে।
কারো দেয়া কষ্টগুলো বালিকণার মতো
তোমার ঝিনুক মনের ভেতর গভীরতম ক্ষত।
সেই ক্ষত যে তোমার কাছে হীরের চেয়ে দামি
বুঝতে যখোন পারি তখোন পালিয়ে এলাম আমি।
তোমার মাঝে বিলীন হতে চেয়েছিলাম বলেই
আজকে আমার ভগ্ন হৃদয়- কেউ সেখানে নেই।
আপনি থেকে তুমি হওয়ার কষ্ট অনেক বেশি।
সব ছেড়ে তাই আপন মনে নিজের কাছেই ঘেঁষি।


রচনাকাল: ঢাকা, ০৬ অক্টোবর ২০১৮