জীবনের সব মোহ চলে গেছে কৃষ্ণ গহ্বরে;
ঝরে গেছে গ্রহাণুপুঞ্জ হয়ে নিকুঞ্জের ফুল।
দুচোখের তৃষ্ণা মৃত, ভেসে গেছে সুনীল সাগরে;
বাসনার ঢেউ নেই, শান্ত বড়ো নদীর দু'কূল।


সরে গেছে ঝড়োহাওয়া, বিস্তৃত অসীম আকাশ;
শুধুই জোছনা ঢালে অপরূপা পূর্ণিমার চাঁদ।
রাতের পৃথিবীতে তোমার-আমার যুগল বসবাস;
নেই কোনো দুঃখ গ্লানি শোক তাপ কিংবা অবসাদ।


শুধু প্রেম শুধু প্রীতি, ভালোবাসা অনন্ত অসীম;
হৃদয়ের প্রশস্ত অলিন্দে এসে স্থির হয়ে আছে।
প্রশান্তির বৃষ্টি ঝরে নিদাঘ বৈশাখে, বাজে রিমঝিম;
বসে থাকে কোল ঘেঁষে, আমাদের অপলক দৃষ্টির কাছে।


রচনাকাল: ঢাকা, ০৫ মে ২০২১।