আরও ক'টা দিন থাকো কাছে;
আমারও তো ইচ্ছে-অনিচ্ছে আছে।
নাকি?
পাখি
একবার উড়াল দিলে বহুদিন আসো না তো আর।
আমার
দুঃসহ সময় কাটে;
ললাটে
দেখা
দেয় কুঞ্চনরেখা।
যদি পথ ভুলে যাও, তাই ভয়ে ভয়ে থাকি;
রাখি
বিশ্বাস মনের ভিতরে যদিও।
করো নি তেমন কোনো কিছু অদ্যাবধিও;
তবুও তো, মানুষের মন
বদলাতে আর লাগে কতোক্ষণ!


তুমি কাছে এলে তাই,
চাই
মিশে যেতে বুকের পাঁজরে;
আর নখের আঁচড়ে
স্মৃতির চিহ্নটুকু রেখে দিতে।
মেখে নিতে
তোমার সব উষ্ণতা আর উত্তাপ শরীরের সবখানে।
মান আর অভিমানে
মেপে নিতে চাই
তোমার ভালোবাসার গভীরতাই।
তুমি কি বুঝতে পারো আমার এই চতুরতা!
নানা কথা
বলে বলে ভুলিয়ে রাখো বিরহের কষ্টগুলো।
মনের ভিতরে জমে থাকা সব ধুলো
মুছে দাও পরম মমতায়।


তোমার এই ভালোবাসা প্রেম আরও বেশি বেশি পেতে চায়
আমার তৃষ্ণার্ত মন
অনুক্ষণ।
তাই, আরও কিছুদিন কাছে থাকো;
এখনি যেয়ো নাকো।


রচনাকাল: ঢাকা, ১২ জুলাই ২০২০