চলার পথে একটু দেখা, একটু ভালো লাগা।
সেই ভালোকে মনে রেখে কাঁদিস্ হতভাগা?
গভীর রাতে একা একা ভাবিস্ তাকে নিয়ে;
এতো আবেগ মনের ভিতর রাখিস্ আদর দিয়ে!
কার বাগানের ফুলের কলি, তাকে বাসিস্ ভালো!
কি লাভ হবে জীবন থেকে নিভিয়ে দিয়ে আলো?
এই পৃথিবীর সবাই তো নয় তোরই মতোন বোকা;
ভালোবেসে তুই যে কেবল খেয়েই যাবি ধোঁকা।
তার চেয়ে দেখ্, প্রজাপতি উড়ে কেমন করে;
এ-ফুল ও-ফুল ঘুরে বেড়ায় সারাটা দিন ভরে।
রাত-বিরাতে চাঁদের আলো মেখে সারা গায়ে;
ওদের মতোই ঘুরে বেড়াস্ ঘাস মাড়িয়ে পায়ে।
ভালোই হবে, বলে দিলাম, ভালোই হবে তোর;
দুখের এ রাত কেটে যাবে, আসবে নতুন ভোর।


রচনাকাল: ঢাকা, ২৭ ডিসেম্বর ২০১৯