আমিই জানি, আমিই জানি, আমিই জানি
আজকে তুমি আসবে রাতে প্রাণের সখা।
তুমিই জানাে, তুমিই জানো, তুমিই জানো
কোথা থেকে আসবে কখোন পলাতকা।।-


লুকিয়ে থাকো দূর আকাশে
দেখতে আমায় পাও গো;
সুবাস হয়ে ফুলের মাঝে
মন ভরিয়ে দাও গো;
অলিই জানে, অলিই জানে, অলিই জানে
গানে গানে সুরে সুরে ভাসবে একা।।-


পাহাড় থেকে আসো নেমে
ঝরনাধারা হও গো;
পাখি হয়ে আমায় ভোরে
কোন্ কথাটি কও গো;
নদীই জানে, নদীই জানে, নদীই জানে
সাগরপানে ছুটছে ধেয়ে পাবেই দেখা।।-


রচনাকাল: ঢাকা, ৩১ অক্টোবর ২০১৮