আমার দু'চোখ ভিজে অশ্রুজলে।
এলো না কেউ মুছিয়ে দিতে 'মানিক, আর কেঁদো না' বলে।


শীতের ভোরে পাই কোথা রোদ্দুর?
বলে না কেউ ,'এইতো আমি, পাড়ি দিলাম সপ্ত সমুদ্দুর।'


নিজেকে নিয়ে ব্যস্ত আছে সবাই।
আমার গাছে ফুটলো লাল গোলাপ, দেখলো না কেউ তাই।


ফাগুন এলে অনেক মানুষ আসে।
পাইনে কেবল সেই মানুষটিকে আমার হৃদয় যাকে ভালোবাসে।


রচনাকাল: ঢাকা, ০৫ ডিসেম্বর ২০১৮