হবে নাকি সৃষ্টি কোনো নতুন বোধের,
হৃদয়ের মাঝে কোনো বিশেষ আকুতি !
জমে থাকা সুপ্ত গ্লানি, হতাশা, ক্রোধের
বহিঃপ্রকাশ কোনো; ভিন্ন অনুভূতি !
বরষায় জলোচ্ছ্বাসে ভাসে যদি তীর,
ভিন্ন কোনো ঘাটে 'নাও' ভিড়াবেই মাঝি।
কালবোশেখীর ঝড়ে ভেঙ্গে গেলে নীড়,
বহুদূরে উড়ে যেতে পাখি হবে রাজী।


শূণ্য গৃহে পড়ে থেকে একাকী জীবনে,
কেউ খুঁজে পেতে পারে স্বর্গেরই সুখ।
বেদনা ভুলতে কেউ যেতে পারে বনে;
কারো কারো সহ্য হয় কঠিন অসুখ।
বিশ্ব চরাচরেও আছে কৃষ্ণ গহ্বর;
শেষ আশ্রয় সেথায় বিপন্ন গ্রহ'র।


রচনা : ঢাকা, ০১ এপ্রিল ২০১৯