আসতে বলে দুয়ারখানি বন্ধ যদি রাখো;
চাঁদবদনী, মুখটা যদি ওড়না দিয়ে ঢাকো;
কেমন করে ঢুকবো আমি তোমার ভিতরবাড়ি?
কেমন করে তোমায় আমি চিনে নিতে পারি?
লাজুকলতা লজ্জাবতী ফুলের লতাপাতা,
একটু ছোঁয়ায় নেতিয়ে পড়ো, লাজে অবনতা!
একটুখানি মিষ্টি হেসে দৃষ্টি ফেরাও দেখি।
বদ্ধ দুয়ার খোলার মাঝের আনন্দটাও মেকি?
মনের চাওয়ার দাম দেবো তাই এলাম যোজন ঘুরে।
একটু কাছে আসোই নাহয়, নাইবা র'লাম দূরে!


রচনাকাল: ঢাকা, ২৬ মার্চ ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা-১২০৭।