আসতে যদি একটু তুমি, বসতে আমার পাশে;
শানবাঁধানো পুকুর পাড়ে, সবুজ দূর্বাঘাসে।
দেখতে চেয়ে দুপুর বেলা শাপলা ফুলের দোল;
শুনতে পাখির মিষ্টি সুরের 'বউ কথা কউ' বোল।
যেমন করে তুমি আমার মন রেখেছো ধরে;
মাছরাঙা যে তেমনি করে মৎস্য শিকার করে।
পুকুর পাড়ে কদম গাছে ফোটে কদম ফুল;
বানিয়ে দেবে সে ফুল দিয়ে আমায় কানের দুল?
বিকেলে যাবে, সন্ধ্যে হবে, থেকো আমার পাশে;
দেখবে তোমার এই 'আমি'টি কেমন ভালোবাসে।


রচনাকাল: ঢাকা, ১২ জুলাই ২০১৯