এতোটা অস্থিরতা কখনো ছিলো না আগে।
ভালোই কাটছিলো একা একা আকাশ, প্রকৃতি, ফুল, পাখি দেখে দেখে।
রোমান্টিক একটা মন ছিলো, নাওয়া খাওয়া ঘুম চলতো ঠিকঠাক।
কিছু একটা লিখার চেষ্টা, গান কিংবা কবিতা।
মাঝেমধ্যে বুকের মাঝে একআধটু চিনচিন করতো,
ফাঁকা ফাঁকা লাগতো ভিতরটা।
তুমি এলে রাজকন্যা, সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে।
শুরু হলো অজানা এক অনুভূতির দাপাদাপি।
কি থুয়ে কি করি!
সবসময় এক চিন্তা, এক ধ্যান, এক জ্ঞান;
রাজকন্যা কখন পাটরানী হবে।
কিভাবে কাটবে সময় !
আর এ থেকেই রাজ্যের অস্থিরতা।
ফলাফল ভালো না মন্দ সে তুমিই ভালো জানো, সোনা।


রচনাকাল: ঢাকা, ১৯ জানুয়ারি ২০১৯