কী আশ্চর্যজনক অনুভূতি কাজ করে আমার ভিতর!
যখন তুমি দূরে থাকো, খোঁজখবর নাওনা কোনো;
বিস্বাদ হয়ে যায় লোভনীয় পদগুলো।
মনে হয় ভূমিকম্প হবে। সাইক্লোন তছনছ করে দেবে সব।
জলোচ্ছ্বাসে ভেসে যাবে সমস্ত উপকূল।


তুমি কাছে এলে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি।
এতো সুন্দরভাবে সূর্য উঠেনি আগে কোনো ভোরে।
আকাশটাও এতো নীল ছিলো না কখনো।
এতো কবিতা বেরিয়ে আসে ভেতর থেকে !
কোনটা স্বপ্ন আর কোনটা সামনে ঘটছে ঠাহর করতে পারি না।
খুশি খুশি আর খুশির ফোয়ারা চারদিকে।


জড়িয়ে থাকো যদি দুটি দিন, অশান্তি কাজ করে।
মনে হয় তুমি না এলেই ভালো ছিলো।
এতো একঘেয়েমি যেন কখনো লাগেনি আগে।
আমার অস্তিত্বে তোমার অস্তিত্ব বড়ো খাপছাড়া ঠেকে!
আমি কারণে অকারণে উত্তেজিত হই।
ভূলেই যাই, ভালোবাসি তোমায়।


তুমি অপমানে, রাগে, দুঃখে আবারও হারিয়ে যাও আমার কাছ থেকে।
আমি  অস্থির হয়ে উঠি।
আবার কবে আসবে?
কবে তুমি সবকিছু ভূলে কাছে আসবে?
নিজের কাছেই বারবার প্রশ্ন করি আর অপেক্ষায় থাকি।
আমার সমস্ত অস্তিত্ব জুড়ে শুধুই তুমি আর তুমি তখন।


রচনাকাল: ঢাকা, ২১ ডিসেম্বর ২০১৮