মুখভর্তি দাড়ি নিয়ে এসেছেন এক কবি।
কেউবা বলেন ছ্যাঁক খেয়েছেন; কেউবা বলেন 'হবি'।
রিচার্স নিয়ে মগ্ন থাকেন, এক-আধটু লেখা ।
'বসিং' করার বিদ্যাটুকু হয়নি যে তার শেখা।


টিভি নায়ক কেউবা ভাবেন; লাইফ ব্যাচেলর।
বন্ধু নিয়ে আড্ডা দিয়ে কাটান অবসর।
মিষ্টি কথায় তুষ্ট করেন; রাগলে হারান জ্ঞান।
এ যুগের এক অচল মানুষ, এ্যাংরি ইয়াংম্যান।


রচনাকাল: কক্সবাজার, ১৯৮৫