মনের গভীরে পোষ প্রেম-ভালোবাসা-টান;
তবুও ঘৃণাভরে আমার সামনে থেকে কর প্রস্থান।
অদ্ভুত সুন্দর তোমার সেই পার্শ্ব-প্রতিক্রিয়া;
অগভীর ঘুমের মাঝেও নিরানন্দ স্বপ্ন জাগানিয়া।


বিস্ময়ে ভরা সেই নির্মম ক্ষয়িষ্ণু ভালোবাসা;
চোখের সম্মুখে যেনো শীতের ঝাপসা কুয়াশা।
ক্লান্তিকর আমার প্রতিটা মুহুর্তের স্বপ্ন-সুখ-সাধ;
অমিয়ধারার মতোই তেতো, বড়োই বিস্বাদ।


তোমার সেই ভালোবাসা তবু ভালোবাসা নয়;
নির্জনে নির্ঝরের ঝরে যাওয়া শুধু, নগ্ন অবক্ষয়।
অবিরাম ছুটে চলা কূলভাঙা খরস্রোতা নদীর মতোন;
জীবনের পথে পথে, ভেঙে ভেঙে আপনারই মন।


ফিরে দেখা তবু উঁচুনিচু টিলা আর পাহাড়ের খাদ;
নির্লিপ্ত দু'চোখে খোঁজা রাহুর আড়ালে ঢাকা চাঁদ।
আমাকেও গ্রাস করে ভালোবাসাহীন সেই ভালোবাসা;
তোমার কাছেই তাই আত্মসমর্পণ, বারবার ফিরে আসা।


রচনাকাল: ঢাকা, ২৬ অক্টোবর ২০২১।