সকাল হলেই বাবাকে মনে পড়ে
কাজের ফাঁকে -রাতে ঘুমের ঘোরে।
নামাজ পড়ি-সামনে থাকে কাবা
ইমাম হয়ে পাশে দাঁড়ান বাবা।
সুখে-দুখে বাবা ছায়ার মতো
আগলে রাখেন আমায় অবিরত।
নশ্বর ধাম ছেড়ে গেছেন কবেই
তাঁর স্মৃতি সুখ জাগানিয়া হবেই।
ছুটছে সময় দ্রুত অতীত ঠেলে।
আজকে আমি বাবা এবং ছেলে।
ভয় করি না দৈত্য-দানব-জুজুর-
আমার সাথে আছেন আব্বা হুজুর।


রচনাকাল: ঢাকা, ১১ এপ্রিল ২০১৭