তোমার আকাশে অনেক তারার দ্যুতি,
আমার আকাশে একটাই তুমি চাঁদ।
তোমার সাগরে অফুরান ঢেউ জাগে;
আমার সাগরে জেগেছে বালির বাঁধ।


তোমার বাগানে অযুত লক্ষ ফুল;
আমার বাগানে একটি গোলাপ কলি।
তোমার দু'চোখে স্বপনের হাতছানি;
আমার দু'চোখে হতাশার চোরাগলি।


তোমার হাসিতে মুক্তোর দানা ঝরে;
আমার হাসিতো বন্ধ হয়েছে কবেই।
দুজনের মাঝে দুস্তর ব্যবধান;
হৃদয়ের কথা ভিন্ন রকম হবেই।


একই পৃথিবীতে দুটি পথ দুজনার;
মনপ্রাণ দিয়ে তবু তো বেসেছি ভালো।
আমি তো ডুবেছি সীমাহীন আঁধারিতে;
তোমার ভুবনে থাক্ না দিনের আলো।


রচনাকাল: ঢাকা, ০১ এপ্রিল ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা-১২০৭।