বাহানার কথা বলছো?
কিসের বাহানা? কার সাথে?
হতাম যদি আকাশের তারা,
যতো দূরেই থাকি না কেনো; তোমার চোখের তারায়ই থাকতাম তুমি তাকালে।
কালো মেঘও যদি হতাম,
তোমার হদয়ে আমার ছায়া পড়তো তুমি সমুদ্র হলে।
পাহাড় হতে যদি, আমার ঝরনার বেগে ছুটে চলা তুমি অনুভব করতে।
তুমি দক্ষিণা বাতাস হতে যদি বসন্তে,
আমি সুবাসিত ফুল হয়ে তোমাকে ছুঁয়ে দিতে পারতাম।
আমাকে দেখতে পাও না প্রখর সুর্যালোকে,
অমাবস্যার রাত হলে আমার জোনাকী হয়ে উড়ে বেড়ানো তোমার চোখে পড়তো।
আমার অন্তহীন ভালোবাসা তোমাকে আবেগে আপ্লুত করতে পারে না।
আমার মান-অভিমান তোমার মনে কোনোই দাগ কাটে না।
আর আমার কষ্টগুলোকে তোমার কাছে বাহানা বলে মনে হয়।
এ আমার ব্যর্থতাই বটে।
তোমার বুকের মাঝখানটায় যদি আমার জন্যে এতোটুকু জায়গা থাকতো,
তাহলে এভাবে আমাকে বলতে না কখনো।
আমার সত্যিকারের বাহানাগুলো তোমার গলায় মুক্তোর মালা হয়ে ঝুলতো;
আর নতুন নতুন বাহানার জন্যে খুনসুটি করতে।


রচনাকাল: ঢাকা, ২৬ নভেম্বর ২০১৮