বক পক্ষী ধ্যান করে, খাঁড়া এক পা'য়;
মৎস্য শিকারি, কেউ বুঝতে না পায়।


ধবল রঙের বক বড় সুচতুর;
ধার্মিক সাজে, দৃশ্য বড়ই মধুর!
খপ করে মাছ ধরে নিমিষে পালায়।


রচনাকাল: ঢাকা, ১৯ এপ্রিল ২০১৯