হরিণ খেয়ে বাঘ মামা যেই ঘুমিয়ে গেলো বনে;
বানর এসে লেজ দিয়ে কান খুঁচায় সংগোপনে।
কাঁচা ঘুমটা ভেঙ্গে যাওয়ায় বাঘ মামা দেয় তাড়া,
'পালাস্ কেনো? কল্লা চিবাই, দাঁড়া বানর দাঁড়া।'
ভো-দৌড় দিয়ে বন ছেড়ে সে পালায় এসে গ্রামে;
শিয়াল মারার ফাঁদে বানর আটকা পড়ে থামে।
দুষ্ট ছেলের দল এসে তার লেজখানি দেয় কেটে।
বানর বলে, 'মানুষ হলাম, চলবো এবার হেঁটে।
বুক ফুলিয়ে ঘুরবো এখন, আর যাবো না বনে।'
'পোলাও খাবো, কলাও খাবো' ভাবে মনে মনে।


রচনাকাল: ঢাকা, ০৭ জানুয়ারি ২০১৯