বাষট্টি বছর বয়স;
পুরুষের জীবনে পূর্ণতা এনে দিতে পারে।
এনে দিতে পারে জাগতিক সফলতা;
স্বপ্ন দেখাতে পারে মানুষকেও।
নিজেও স্বপ্ন দেখেন বাষট্টি বছর বয়েসী প্রৌঢ়;
বৃদ্ধ হন না তিনি এ বয়সে।


ফিরে যেতে চান ত্রিশের কোঠায়, যৌবনে।
হতে চান নায়ক কোনো যুবতীর;
বাহুলগ্ন হতে চান মাধবী রাতে।
পূর্ণিমা তিথির জোছনায় ভিজে;
ছুঁতে চান অলকানন্দা ফুল ঝুলন্ত কার্নিশে।
স্বপনের মাঝে খুঁজেন নীল পরী, লাল পরী।
আবেগে উদ্বেল হয়ে উঠেন কাছে ডাকলেই,
হোক না সে অপ্সরী কিংবা ডাইনী কোনো।


আদরে সোহাগে ভরিয়ে দেন কামিনীকে প্রকাশ্যেই;
মান, অপমান, লজ্জা বা ভয় যান ভুলে।
সমাজ, সংসার অথবা দীর্ঘদিনের সঙ্গিনীকেও করেন অবহেলা।
বাষট্টি বছর বয়স ভয়ংকর হতে পারে;
হতে পারে নির্মম।
আত্মঘাতী হতে পারেন আবেগী পুরুষ এই বয়সে; ব্যর্থতায়, হতাশায়।


রচনাকাল: ঢাকা, ১৫ অক্টোবর ২০১৯