কোথা থেকে আসে মনে এতো ভাব, এতো কথা!
এতো হাসি, এতো গান, আনন্দ আকুলতা।
ফুরানোর আগে বুঝি প্রদীপের জ্বলে উঠা।
সমুদ্র সঙ্গমে ভেসে আসা খরকুটা।
প্রখর সুর্যের লাল হয়ে ডুবে যাওয়া।
শান্ত সাগরে যেনো উন্মাদ ঝড়োহাওয়া।
চোখের নিদ্রা আজ কোথায় পালালো ভয়ে?
হারানো স্বপ্নগুলো উড়ে প্রজাপতি হয়ে।
প্রেম ঝরে কবিতায়, কোথা ছিলো এতোদিন?
বেলা শেষে এতো আলো, এতো প্রাণ! দেহ ক্ষীণ।
হারিয়ে যাওয়ার আগে কতো কি যে মন চায়।
সাধনা বিলীন হলো কামনায় বাসনায়!


রচনাকাল: ঢাকা, ০৭ নভেম্বর ২০১৮