যা কিছু দুচোখে দেখি, তাই শেষ সত্যি নয়;
আড়ালেও লুকানো থাকে অদেখা অনেক সত্যি।
সেই সত্যিকে ধারণ করে প্রেমিকের মন,
বিশ্বাসে ভর করে।
অনুমাননির্ভর নয় সব;
ভালোবাসার রূপান্তর শুধু।
আমার অন্তর জানে সব সত্যিটুকু, মানেও।
তোমার বিশ্বাসে নিশ্বাস ফেলে আমার ভালোবাসা,
আমার নতজানু প্রেম।
তোমার অবিশ্বাসে মৃতের মতোই পড়ে থাকি,
বেওয়ারিশ লাশ যেনো।


রচনাকাল: ঢাকা, ০৫ জানুয়ারি ২০২০