হঠাৎ আসিস্ আমার আকাশে মেঘঢাকা রাতে
বিষন্ন প্রহরে।
জ্বলে উঠিস্ বিদ্যুতের মতো কাঁপিয়ে চারদিক; ঠাঠা শব্দ হয় হৃদপিন্ডের ভিতরে।
আমি আবেশিত হয়ে পড়ে থাকি নির্জীব;
চুম্বনে চুম্বনে জাগিয়ে তুলিস্ পরম মমতায়।
আমার কালশিরে পড়া চোখের ভাঁজে বুলিয়ে দিস্ হাতের আঙ্গুল।
শিহরিত হই আমি; মুহুর্তেই হয়ে যাই দুরন্ত সওয়ারী।


পঙ্খীরাজ ঘোড়ায় চড়ে তোকে নিয়ে পাড়ি দেই সাত সমুদ্দুর আর তেরো নদী।
তারপর?
তার আর পর নেই।
লাল গালিচায় হেঁটে খোলা আকাশের নীচে সোনার পালঙ্কে সঠাস শয়ান, দুজনেই।


স্বপনের ঘোর ভাঙতেই হঠাৎ উধাও তুই।
চিৎকার করে ডেকে ডেকে একসময় নিশ্চুপ হয়ে যাই;
আর অপেক্ষায় থাকি আমার বিজলি আবার কখন আসবে!


তারিখ : ঢাকা, ৭ জুন ২০১৯