খরস্রোতা নদীতে দাঁড় বাইতে সাহস লাগে;
ইচ্ছেটাই যথেষ্ট নয়।
প্রেমে পড়তেও সাহস লাগে;
শুধু ভালো বাসলেই হয় না।


অন্ধকারে পথ চলতে বুকের পাটা লাগে;
কব্জিতে শক্তিও থাকতে হয়।
ভালোবাসার মানুষকে পেতে হলেও শক্তি ক্ষয় করতে হয়;
শুধু আবেগ দিয়েই প্রেম হয় না।


প্রেম আর ভালোবাসায় বাধা আসে বাইরে থেকে;
ভিতর থেকেও।
মেরাথন দৌড়ে জিততে হলে পায়ের জোর লাগে;
শুধু হাঁটতে পারলেই বিজয় আসে না।


রচনাকাল: ঢাকা, ৩০ অক্টোবর ২০২১।