বদলে দিয়েছো আমার জীবন, জীবনযাপন, পথচলা;
বদলে দিয়েছো চোখের দৃষ্টি, দৃষ্টিপাতের চারুকলা।
নতুন আলোয় নতুন পৃথিবী দেখছি পরম মুগ্ধতায়;
চাঁদের আলো নরম পেলব, হৃদয় কাড়ে স্নিগ্ধতায়।
সন্ধ্যাকাশের সন্ধ্যাতারা দেখার সুযোগ হয়নি আগে;
রাতের শেষে শুকতারাগো রাঙালে মন রক্তরাগে।


আমার যাবার সময় হলো, আমার সূর্য ডুবার পথে;
তোমার সূর্য উঠলো কেবল, তোমার সূর্য বিজয় রথে।
আমার আকাশ অন্ধকারে, অমানিশার রাহুর গ্রাসে;
তোমার আকাশ ঝলমলানো, জোছনা ঝরে, চন্দ্র হাসে।
আমরা দুজন এক পৃথিবীর, দুই মেরুতেই অবস্থান;
ভালোবাসার বাঁধন দিয়ে বাঁধলে প্রাণে আমার প্রাণ।


নতুন জীবন, নতুন বাসর, নতুন আশার স্বপ্ন জাগে;
বেঁধে রেখো এমনি করেই ভালোবাসায়, অনুরাগে।


রচনাকাল: ঢাকা, ১৮ ডিসেম্বর ২০১৮