আমার মনটাকে নাটাইয়ে বেধেছো তুমি।
ঘুড়ি হয়ে উড়ে তোমার আকাশে।
বটবৃক্ষের শিকড় উপড়ে ফেলে তাকে বনসাই বানালে।
তোমার ড্রয়িং রুমের শোভাবর্ধনই তার কাজ।
লাল নীল সবুজ- নানা রঙা ঝাড়বাতির অংশ করলে
আমার ভালোবাসার ধ্রুব নক্ষত্রগুলোকে।


আমার ইচ্ছেগুলো জোয়ারের ঢেউ হয়ে
আছড়ে পড়ে সমুদ্র সৈকতে।
তুমি তাতে পা ভেজাও- দৃষ্টি দূর সাগরে!
আকাশ আর সমুদ্রের সীমান্তে
আগুনের যে থালাটা জ্বলে সেটি আমার লাল হৃদপিন্ড।
তুমি আনন্দ পাও দেখে।
আমার কষ্টেরা গাঙচিল হয়ে ডানা ঝাপটায়।
তুমি নির্বিকার দেখে যাও।


পরিপাটি ফ্ল্যাটের সাজানো ড্রয়িং রুমে
বনসাই বৃক্ষ হয় না।
তার আকাঙ্ক্ষার ডালপালা ছেটে রাখো।
তোমার কৃত্রিম যত্নআত্তিতে কোনোমতে বেঁচে থাকে!
কাঁচের বোতলে আটকেপড়া দৈত্যের মতো ছটফট করে শুধু।
হায়রে ভালোবাসা !


রচনাকাল: ঢাকা, ১৮ অক্টোবর ২০১৮